বাউফলে কলেজ ছাত্র জাহিদুল হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

বাউফলে কলেজ ছাত্র জাহিদুল হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

 

সাইফুল ইসলাম, বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে অবৈধ মরণ ঘতক (ট্রলিম মাহিন্দ্র) বন্ধের দাবী ও কলেজ ছাত্র জাহিদুল হত্যার বিচারের দাবীতে মনববন্ধন করেছেন কাছিপাড়া ইউনিয়নের শিক্ষক ,ছাত্র-ছাত্রী ও কর্মচারীসহ এলাকার জনগণ। সোমবার  বেলা ১১ টায় বাউফলের কাছিপাড়া বাজারে ওই মানববন্ধন করা হয়। ঘন্টা ব্যাপি মানবন্ধনের সময় কাছিপাড়া থেকে কালিশুরী, কনকদিয়া, বগা এবং বাউফল সদরের সাথে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মানববন্ধন চালাকালিন সময় বক্তব্য রাখেন সাংবাদিক এবিএম মিজানুর রহমান, কাছিপাড়া আ. রশিদ মিয়া ডিগ্রি কলেজের অধ্যাপক আ. শহীদুল ইসলাম, অধ্যাপক বাবুল আক্তার প্রমূখ।
উল্লেখ্য গত শনিবার সকাল ১০টা দিকে উপজেলার বগা-কাছিপাড়া সড়কের কাছিপাড়া বাজারে মৃধাবড়ি এলাকায় মোটর সাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে জাহেদুল ইসলাম নামের এক যুবক নিহত হয়েছে। এ সময় মোটর সাইকেলের অন্য আরোহী আল আমিন নামের এক যুবক গুরুতর আহত হয়। নিহত জাহেদুল কাছিপাড়া কাছিপাড়া ডিগ্রি কলেজের ২য় বর্ষের ছাত্র এবং কাছিপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ছালাম মৃধার ছেলে।